পোর্ট কমিউনিটি সিস্টেমে বন্দর সীমায় আসা জাহাজের তথ্য দিতে হবে শিপিং এজেন্টদের

অনলাইন বিলিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে বন্দর সীমায় আসা জাহাজের তথ্য চট্টগ্রাম বন্দরের পোর্ট কমিউনিটি সিস্টেমে দিতে শিপিং এজেন্টদের অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুন) বন্দরের উপ-সংরক্ষক (ডিসি) স্বাক্ষরিত শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বরাবর পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বন্দর সীমায় আসা জাহাজের এজেন্টদের জাহাজের নাম, ধরণ, জিআরটি, এনআরটি ও কাস্টমসের রোটেশন নাম্বার পোর্ট কমিউনিটি সিস্টেমের মাধ্যমে অন্তর্ভূক্ত করতে হবে। এ ছাড়াও চিঠিতে শিপিং অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও অন্যান্য স্টেকহোল্ডারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য অ্যাসোসিয়েশনর সভাপতিকে অনুরোধ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here