নবমবারের মতো শীর্ষ মেরিটাইম হাব সিঙ্গাপুর

আবারও বিশ্বের শীর্ষ মেরিটাইম হাব হিসেবে সিনহুয়া-বাল্টিক ইন্টারন্যাশনাল শিপিং সেন্টার ডেভেলপমেন্ট ইনডেক্স রিপোর্টে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। টানা নবম বছর এই অবস্থানে দেখা গেল সিঙ্গাপুরের নাম।

সম্ভাব্য ১০০ পয়েন্টের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করা হয়েছে। সিঙ্গাপুর পেয়েছে ৯৪ দশমিক ৮৮ পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে রয়েছে লন্ডন। তাদের স্কোর ৮৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট। আর ৮২ দশমিক ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম বন্দরের শহর সাংহাই।

সমুদ্র পরিবহন সেবায় সর্বোচ্চ পর্যায়ের পেশাদারিত্ব, সুশাসন ও ব্যবসা সহজীকরণ নিশ্চিত করা এবং বৃহৎ ও কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর থাকার সুবাদে টানা অষ্টম বছরের মতো সেরার অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর।

তালিকার শীর্ষ দশে সিঙ্গাপুর, লন্ডন ও সাংহাইয়ের পর রয়েছে যথাক্রমে হংকং, দুবাই, রটারডাম, হামবুর্গ, নিউইয়র্ক/নিউজার্সি, এথেন্স/পাইরিউস ও নিংবো-ঝৌশান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here