নিলামে বিক্রি হয়েছে ৩৪টি গাড়ি

চট্টগ্রাম কাস্টম হাউস

আবারও নিলামে উঠেছে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা গাড়িগুলো। এবারের এক নিলামে বিক্রি হয়েছে ৩৪টি গাড়ি। এর মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে রেঞ্জ রোভার ব্র্যান্ডের একটি গাড়ির। গাড়িটির দাম উঠেছে ৭২ লাখ টাকা।

গত সপ্তাহে সর্বোচ্চ দরদাতাদের কাছে গাড়ি বিক্রির আদেশ জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে কখনো একসঙ্গে এত গাড়ি নিলামে বিক্রি হয়নি।

গত মাসে নিলামে তোলা ১০৮টি গাড়ির মধ্যে এই ৩৪টি গাড়ির দর যৌক্তিক বিবেচনা করে বিক্রি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গড়ে প্রতিটি গাড়ি বিক্রি হয়েছে মূসক, অগ্রিম আয়করসহ ৩২ লাখ টাকায়। সব মিলিয়ে সরকারের রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকা।

নিলামে বিক্রি হওয়া গাড়িগুলো ১০ ব্র্যান্ডের। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, জাগুয়ার, লেক্সাস, ফোর্ড, টয়োটা ল্যান্ড ক্রুজার, চেরোকি, হোন্ডা ও মিতসুবিশি। নিলামে বিএমডব্লিউ ব্র্যান্ডের ১০টি, মার্সিডিজ ব্র্যান্ডের ৮টি, হোন্ডা ও রেঞ্জ রোভার ব্র্যান্ডের ৩টি গাড়ি রয়েছে। অন্য ব্র্যান্ডের এক-দুটি করে গাড়ি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here