ট্রানজিট ট্রায়ালের জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে কলকাতা বন্দর ছেড়েছে

দেশের আমদানি-রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। ছবি: বন্দর বার্তা

বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে ট্রানজিট সুবিধা পুরোপুরি চালু করতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভারতের কলকাতা বন্দর থেকে ২৫ টন টিএমটি বার নিয়ে একটি জাহাজ রওনা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৩০ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ইংরেজি দৈনিক টিবিএস।

চট্টগ্রাম বন্দর থেকে টিএমটি বারবাহী কনটেইনারগুলো বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারতের শেওলাতে পৌঁছাবে। মোংলা ও চট্টগ্রাম হয়ে ট্রান্সশিপমেন্ট-ট্রানজিট চারটি ট্রায়াল রানের মধ্যে দুটি সফলভাবে সম্পন্ন হয়েছে চলতি আগস্টে। এই ট্রায়াল সম্পন্ন হলে নিয়মিতভাবে ট্রান্সশিপমেন্ট-ট্রানজিট সুবিধা চালু করতে আর একটি ট্রায়াল বাকি থাকবে, যা ভারতের তামাবিল থেকে বাংলাদেশের ভেতর দিয়ে চট্টগ্রাম বন্দর হয়ে কলকাতা বন্দরে যাবে।

২০১৫ সালে ঢাকা ও দিল্লি চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এরপর ২০১৮ সালে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি এবং একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়। এসওপি অনুসারে, চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরে পৌঁছানো পণ্য ৪টি সড়ক, রেল ও নৌপথ ব্যবহার করে ভারতে নিয়ে যাওয়া হবে।

২০২০ সালের জুলাইয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে হয়েছিল প্রথম ট্রায়াল রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here