মোংলা বন্দরে প্রথমবারের মতো ভিড়লো ৮ মিটার ড্রাফটের জাহাজ

মোংলা বন্দরের জেটিতে ভিড়ানো ৮মিটার ড্রাফটের জাহাজ এমসিসি টোকিও

প্রথমবারের মতো দেশের ২য় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে ৮ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) বাণিজ্যিক জাহাজ। সোমবার (১২ সেপ্টেম্বর) বন্দরের ৫ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘এমসিসি টোকিও’ নামের জাহাজটি ভিড়ানো হয়। জাহজটিতে ৩৭৭ টিইইউ কনটেইনার রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নাব্যতা কম থাকায় সাত বা সাড়ে সাত মিটারের অধিক ড্রাফটের জাহাজ জেটিতে ভিড়তে পারতো না। বন্দর ব্যবহারকারীদের দাবির প্রেক্ষিতে খনন কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ। ড্রেজিংয়ের ফলে এখন মোংলা বন্দরে ৮ মিটার ড্রাফটের জাহাজ আসতে পারছে।

৮ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানোতে এই জাহাজটি ছিল ট্রায়াল। এটি সফল হলে নিয়মিত মোংলা বন্দরের জেটিতে ৮ মিটারের বেশি ড্রাফটের জাহাজ ভিড়ানোর সুযোগ তৈরি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here