মাতারবাড়িতে পেট্রোকেমিক্যাল হাব নির্মাণে জাইকার সহায়তা চায় এফবিসিসিআই

দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে পেট্রোকেমিক্যাল হাব নির্মাণ অত্যন্ত জরুরি। এক্ষেত্রে উন্নয়ন সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিকে (জাইকা) এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। পাশাপাশি টেকসই জ্বালানি খাতে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার এফবিসিসিআই কার্যালয়ে মাতারবাড়ী-মহেশখালী প্রকল্প বাস্তবায়ন নিয়ে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কর্মকর্তাদের সাথে এফবিসিসিআইয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ আহ্বান জানান এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দ।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ভৌগোলিক অবস্থান ও সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এসব সুযোগ কাজে লাগাতে আরও বেশি অবকাঠামো, বন্দর ও জ্বালানি খাতের উন্নয়ন প্রয়োজন।

দেশে পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে মাতারবাড়ী-মহেশখালীতে এ শিল্পে জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান মো. জসিম উদ্দিন।

এ সময় বেসরকারি খাতকে সংযুক্ত করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান জাইকার মূল কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর আসাকাওয়া ইউকা।

বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোকে ইলেকট্রনিক যন্ত্রের চিপ তৈরির কারখানা স্থাপনের আহ্বান জানান এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হাবীব উল্লাহ ডন ও পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here