বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৪ দশমিক ৪৬ শতাংশ

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত অর্থবছরের একই সময়ের চেয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৪ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ প্রস্তাব এসেছে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। তবে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব কমেছে। সোমবার বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিডার তথ্যমতে, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) প্রথম প্রান্তিকে মোট ২২৩টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ১৯৮টি শিল্প ইউনিটে স্থানীয়, ৯টিতে শতভাগ বিদেশি এবং ১৬টিতে যৌথ বিনিয়োগ এসেছে।

নিবন্ধিত ২২৩টি প্রতিষ্ঠানে মোট ৩১ হাজার ৬১০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে বিদেশিরা ১৭ হাজার ৮০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ৮১০ শতাংশ বেশি। আর দেশীয় উদ্যোক্তারা ১৪ হাজার ৫৩০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগের জন্য প্রস্তাব দিয়েছেন। গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৮২ শতাংশ কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here