বাংলাদেশের নৌপরিবহন খাতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাজ্য

যুক্তরাজ্য বাংলাদেশের নৌপরিবহন খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ২ ডিসেম্বর লন্ডনে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এভিয়েশন, মেরিটাইম ও সিকিউরিটি বিষয়ক মন্ত্রী (পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি) ব্যারোনেস ভেরির সাথে সাক্ষাতকালে তিনি এ আগ্রহের কথা ব‍্যক্ত করেন।

ব্যারোনেস ভেরি বাংলাদেশের শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিং খাতেও সহযোগিতার কথা জানান।

এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর নিজামুল হক এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উপস্থিত ছিলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন‍্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ১২৮তম কাউন্সিল অধিবেশনে যোগ দিতে ২৯ নভেম্বর লন্ডনে পৌঁছেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here