শিপিংকে ইটিএসে অন্তর্ভুক্ত করার উদ্যোগ ইইউর

বৃহত্তর খাতের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে ব্যাপক পরিকল্পনা নিয়ে এগোনোর ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় কাউন্সিল। এর অংশ হিসেবে মেরিটাইম খাতকেও ইইউ এমিশন ট্রেডিং সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করতে চায় তারা।

ফিট ফর ৫৫ নামে পরিচিত প্যাকেজটি চূড়ান্ত করতে চলমান যে উদ্যোগ, তারই অংশ হচ্ছে আলোচনার এই ফলাফল। চূড়ান্ত চুক্তিতে ইইউর সার্বিক লক্ষ্যমাত্রা বাড়ছে এবং এজন্য বাড়তি তহবিল জোগান দিতে হবে। চুক্তিটি চূড়ান্ত হতে দুই গভর্নিং বডিকে আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করতে হবে।

১৮ ডিসেম্বর পৌঁছানো আর্থিক চুক্তির আওতায় ইটিএস খাতের কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে ২০০৫ সালের তুলনায় অবশ্যই ৬২ শতাংশ কমাতে হবে। এই লক্ষ্যমাত্রা ইউরোপিয়ান কমিশনের প্রস্তাবের চেয়ে ১ শতাংশীয় পয়েন্ট বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here