জাপানের ড্রাই বাল্ক আমদানি ৪% কমেছে

২০২৩ সালের প্রথম প্রান্তিকে জাপানের বাল্ক আমদানির পরিমাণ আগের বছরের তুলনায় ৪% হ্রাস পেয়েছে।

জাপানের ইস্পাত শিল্প লৌহ আকরিক এবং কোক কয়লা আমদানির ওপর নির্ভরশীল, যা দেশটির মোট ড্রাই বাল্ক আমদানির ৪১%। জাপান তার উৎপাদিত ইস্পাতের এক-তৃতীয়াংশ রপ্তানি করে এবং এক-চতুর্থাংশ অভ্যন্তরীণ নির্মাণ কাজে ব্যবহার করে। বিশ্বজুড়ে বিরাজমান অর্থনৈতিক মন্দার কারণে জাপানে ইস্পাতের অভ্যন্তরীণ চাহিদা এবং রপ্তানির পরিমাণ হ্রাস পেয়েছে। ইস্পাতের উৎপাদন কমে যাওয়ায় গত বছরের তুলনায় এ বছর লৌহ আকরিকের আমদানি ৬% এবং কোক কয়লা আমদানি ৯% কমেছে।

বৈশ্বিক অর্থনীতি পুনরুজ্জীবিত হলে জাপানের বাল্ক আমদানি বাড়বে। তবে জাপানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। চীনের অর্থনীতি চাঙ্গা হলে জাপানসহ এই অঞ্চলের অন্যান্য দেশের অর্থনীতি সচল হবে এবং আমদানি-রপ্তানির চাহিদা বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here