ইউরোপের এলএনজি আমদানির প্রধান উৎস হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র

২০২২ সালে ইউরোপে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি ১৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ কোটি ঘনফুট। ইইউ-ইউএস এনার্জি কাউন্সিল বৈঠককে সামনে রেখে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি নিরাপত্তা সহায়তা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে এবং তা আরও জোরদারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন বিষয়ে ব্লিংকেন বলেন, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় আমরা ইইউর সঙ্গে আমাদের প্রতিশ্রুতি বিনিময় করেছি। এর মধ্য দিয়ে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর এবং নিরাপদ ও নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ চেইনের গতিশীলতা নিশ্চিত হবে।

ব্লিংকেনের তথ্যমতে, গত বছর ইউরোপের মোট এলএনজি আমদানির ৪০ শতাংশ গিয়েছে যুক্তরাষ্ট্র থেকে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপ রাশিয়ার গ্যাসের ওপর ৪০ শতাংশ নির্ভরশীল ছিল। বর্তমানে তা কমে ১৫ শতাংশে নেমেছে। ব্লকটি যেন এই নির্ভরতা আরও কমিয়ে আনতে পারে, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here