সিএমএ সিজিএমের কাছ থেকে সবচেয়ে বড় কার্যাদেশ পেল চীন

ফরাসি শিপিং জায়ান্ট সিএমএ সিজিএম নতুন ১৬টি কনটেইনার জাহাজ নির্মাণের কার্যাদেশ দিয়েছে চীনকে। দেশটির জাহাজনির্মাতা চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন (সিএসএসসি) গ্রুপের বিভিন্ন ইয়ার্ডে জাহাজগুলো নির্মাণ করা হবে। এটি একক চুক্তির অধীনে চীনের পাওয়া এখন পর্যন্ত সর্ববৃহৎ জাহাজনির্মাণ কার্যাদেশ।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সম্প্রতি চীন সফর করেছেন। এ সময় ফ্রান্স ও চীনের মধ্যে বি-টু-বি বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন হয়। সিএমএ সিজিএমের নতুন কার্যাদেশ সেই চুক্তিরই অংশ।

ফরাসি শিপিং কোম্পানিটির নতুন এই ১৬টি জাহাজের মধ্যে ১২টির ধারণক্ষমতা হবে ১৫ হাজার টিইইউ। এগুলো মিথানল জ্বালানিতে চালানো যাবে। আর বাকি চারটি জাহাজের ধারণক্ষমতা হবে ২৩ হাজার টিইইউ, যেগুলোর ইঞ্জিন হবে এলএনজি ডুয়েল-ফুয়েল বৈশিষ্ট্যসম্পন্ন। ১৬টি জাহাজ কিনতে সিএমএ সিজিএমের মোট ব্যয় হবে প্রায় ৩১০ কোটি ডলার (২ হাজার ১০০ কোটি ইউয়ান)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here