যুক্তরাজ্যে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ পেল বাংলাদেশসহ ৬৫ উন্নয়নশীল দেশ

বাংলাদেশসহ ৬৫টি উন্নয়নশীল দেশের জন্য নতুন উদার বাণিজ্য ব্যবস্থা ঘোষণা করেছে যুক্তরাজ্য। সোমবার (১৯ জুন) থেকে কার্যকর হচ্ছে নতুন এই ব্যবস্থা। এর অধীনে সংশ্লিষ্ট দেশগুলোর তৈরি পোশাকসহ ৯৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন স্কিমে বাণিজ্যিক নীতি সহজীকরণ ও শুল্ক হার হ্রাস করা হয়েছে। উন্নয়নশীল দেশগুলো অন্য দেশ থেকে নির্দিষ্ট পরিমাণ পণ্য আমদানি করে মূল্য সংযোজন করলে সেটির ওপরেও শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য। ৯৫টি দেশ থেকে কাঁচামাল আমদানি করে তৈরি পণ্য রপ্তানি করলে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য।

দাবি করা হচ্ছে, স্বাধীন ও নায্য বাণিজ্য, মানবাধিকার, ও সুশাসনকে উৎসাহিত করবে নতুন এই বাণিজ্যিক ব্যবস্থা।

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক বলেন, নতুন স্কিম বাংলাদেশের উৎপাদন সক্ষমতায় সহায়তা করবে, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং গ্লোবাল সাপ্লাই চেইনে প্রবেশাধিকার সহজ করবে। এর মাধ্যমে যুক্তরাজ্যের ভোক্তারাও উপকৃত হবে প্রতিযোগিতামূলক দাম ও বিভিন্ন পণ্যের সহজলভ্যতার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here