দেশে নির্মিত প্রথম প্রমোদতরীর সি ট্রায়াল শুরু করেছে চীন

সি ট্রায়াল শুরু করেছে চীনের প্রথম দেশীয়ভাবে নির্মিত প্রমোদতরী অ্যাডোরা ম্যাজিক সিটি। এর মাধ্যমে জাহাজ নির্মাণের জটিল এই খাতটিতে নিজেদের সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।

অ্যাডোরা ম্যাজিক সিটিকে চীনারা নিজেদের ভাষায় নাম দিয়েছে আদা মোদু, যেটি আবার সাংহাইয়ের স্থানীয় নাম। ১ লাখ ৩৫ হাজার ৫০০ গ্রস টনের প্রমোদতরীটি নির্মাণ করেছে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) অধীন সাংহাই ওয়াইগাওকিয়াও শিপইয়ার্ড। সম্প্রতি জাহাজটি নিজস্ব শক্তিতে প্রথমবারের মতো সি ট্রায়াল শুরু করেছে। নয় দিনের এই ট্রায়ালে জাহাজটির গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। আগামী মাসে প্রমোদতরীটির দ্বিতীয় দফার সি ট্রায়াল হওয়ার কথা রয়েছে।

অ্যাডোরা ম্যাজিক সিটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। এর কাঠামোকে প্রথমবারের মতো পানিতে ভাসানো হয় ২০২১ সালের ডিসেম্বরে। জাহাজটি নির্মাণে কারিগরি পরামর্শ সেবা দিয়েছে ইতালীয় জাহাজনির্মাতা ফিনক্যান্তিয়েরি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুর দিকেই প্রমোদতরীটি সার্ভিসে যুক্ত হবে।

প্রথম প্রমোদতরী নির্মাণের সাফল্য নিশ্চিতভাবেই চীনের ক্রুজ শিপ নির্মাণ শিল্পে গতি আনবে। দেশটি এরই মধ্যে দ্বিতীয় প্রমোদতরী নির্মাণের কাজ শুরু করে দিয়েছে।  গত বছরের আগস্টে নির্মাণকাজ শুরু হওয়া জাহাজটির আকার অ্যাডোরা ম্যাজিক সিটির চেয়েও বড় হবে। ২০২৫ সালে প্রমোদতরীটি হস্তাস্তরের কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here