উপকূলের সুরক্ষা নিয়ে গবেষণায় নতুন প্রতিষ্ঠান চালু সিঙ্গাপুরে

উপকূল রক্ষা ও বন্যা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ ও দক্ষ পেশাজীবী তৈরির লক্ষ্যে নতুন একটি গবেষণা প্রতিষ্ঠান চালু করেছে সিঙ্গাপুর। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধির সমস্যা মোকাবিলায় দেশীয় জনবলের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়।

২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ১ মিটার বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর নিচু ভূমি, সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাস বেড়ে যাওয়া এবং দৈনিক জোয়ার-ভাটার মতো প্রভাবক যুক্ত হলে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধির পরিমাণ ৪ থেকে ৫ মিটারে উন্নীত হতে পারে।

সিঙ্গাপুরের জাতীয় ওয়াটার এজেন্সি পিইউবি ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (এনইউএস) যৌথ উদ্যোগে কোস্টাল প্রটেকশন অ্যান্ড ফ্লাড রেজিলিয়েন্স ইনস্টিটিউট (সিএফআই সিঙ্গাপুর) নামের নতুন প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। পিইউবির প্রধান নির্বাহী গোহ সি হোউ জানান, সংস্থাটির ১২ কোটি ৫০ লাখ ডলারের কোস্টাল প্রটেকশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট রিসার্চ প্রোগ্রামের কেন্দ্রে রয়েছে এই ইনস্টিটিউট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here