পানিত ভাসল মায়েরস্কের নতুন মিথানল-চালিত কনটেইনার জাহাজ

ডেনিশ শিপিং জায়ান্ট মায়েরস্কের জন্য ১২টি মিথানল-চালিত কনটেইনার জাহাজ নির্মাণ করছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে প্রথম জাহাজটিকে সম্প্রতি পরীক্ষামূলকভাবে পানিতে ভাসানো হয়েছে।

৩৫০ মিটার দীর্ঘ জাহাজটি ১৬ হাজার ২০০ টিইইউ কনটেইনার পরিবহন করতে সক্ষম। প্রতিটি কনটেইনার পরিবহন করতে জাহাজটি ২০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে। জাহাজটিতে ১৬ হাজার ঘনমিটারের একটি মিথানল ট্যাংক রয়েছে। ফলে এটি একবার গ্রিন মিথানল বাংকারিং করে এশিয়া-ইউরোপ রুটে একটি রাউন্ড ট্রিপ সম্পন্ন করতে পারবে।

বিশেষ নকশা ব্যবহার করে জাহাজটিতে কার্গো পরিবহন সক্ষমতা ৭ শতাংশ বাড়ানো হয়েছে। এর ক্রুদের থাকার জায়গা ও ব্রিজ একেবারে সামনের অংশে (বাও) এগিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এর ফানেল বা চিমনি স্থাপন করা হয়েছে জাহাজের পেছনের দিকে, তাও আবার কেবল একপাশে। জাহাজটির লাইফবোট ও নেভিগেশনাল লাইটের অবস্থানগত সজ্জায় পরিবর্তন আনা হবে। এছাড়া নেভিগেশনের সময় ক্যাপ্টেনের দেখার সুবিধার্থে নতুন ক্যামেরা বসানো হবে।

জাহাজটি ২০২৪ সালের শুরুর দিকে মায়েরস্কের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here