বিডার ওয়ান স্টপ সার্ভিসে যোগ হল আরও চার সেবা

অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে আরও চারটি নতুন সেবা যুক্ত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। মঙ্গলবার (৯ মে) বিডার কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন এসব সেবার উদ্বোধন করেন।

বিডা জানিয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ওয়েভার অব কন্ডিশন ৭ প্রদান যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের সিঙ্গেল প্রসেস (নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন ও পেমেন্ট) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দখল সনদ প্রদানসহ মোট চারটি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই সংযুক্তির ফলে এখন থেকে বিডার ২০টি সেবা এবং অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের ৪৭ সেবাসহ মোট ৬৭টি সেবা অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে দেওয়া সম্ভব হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, এখন বিনিয়োগকারীরা ঘরে বসেই আরও বেশি বিনিয়োগ সেবা পাবেন, অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের অফিসে আসার কোনও প্রয়োজন নেই।

তিনি বলেন, পৃথিবীর যেকোনও প্রান্ত থেকেই সহজেই মাত্র ১০ মিনিটের মধ্যেই কাঙ্ক্ষিত সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here