গ্রস টনে গ্রিসকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে চীন

গ্রস টনেজের ভিত্তিতে গ্রিসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ জাহাজমালিক দেশ হিসেবে জায়গা করে নিয়েছে চীন। সম্প্রতি সাংহাইভিত্তিক চায়না শিপওনার্স অ্যাসোসিয়েশন এই দাবি করেছে।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ক্লার্কসনস রিসার্চের তথ্যের ভিত্তিতে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে চায়না ডেইলি। এতে বলা হয়েছে, বর্তমানে চীনের মালিকানাধীন বহরের সম্মিলিত গ্রস টনেজ দাঁড়িয়েছে ২৪ কোটি ৯২ লাখ। গ্রিসের ২৪ কোটি ৯০ লাখ গ্রস টনেজের চেয়ে তা সামান্য বেশি। অবশ্য গ্রস টনেজের ভিত্তিতে এগিয়ে থাকলেও ডেডওয়েট টনের (ডিডব্লিউটি) ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এই ক্যাটাগরিতে শীর্ষস্থানে রয়েছে গ্রিস।

বর্তমানে বৈশ্বিক বহরের মোট গ্রস টনেজের প্রায় ১৫ দশমিক ৯ শতাংশের মালিক চীন। এই মুহূর্তে সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও শিগগিরই এই ব্যবধান বাড়বে। বর্তমানে গ্রিসের চেয়ে প্রায় দ্বিগুণ গ্রস টনের জাহাজ নির্মাণের কার্যাদেশ রয়েছে চীনের অর্ডারবুকে।

গ্রস টনেজের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে জাপান (১৮ কোটি ১০ লাখ)। এর পরের দুটি অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উভয়ের বহরের আকার ৬ কোটি ৬০ লাখ গ্রস টন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here